পুষ্প চাও ফুল, কীট সখি?


রাতে কথা হবে পুষ্প, রাখি?
ফলবতী হতে চাও, রাখি?
যাদের ওঠে না, যারা নীচু
তুমি কি তাদের কাছে যাবে?
পুষ্প, পুষ্প, এখানে মালা হয়ে যায়
মৃতের শোভায় তুমি যাও?
পরম্পরা মনে রাখে যারা, যারা নীচ
জলসত্র খুলেও রেখেছে
তুমি কি তাদের তাদের কাছে যাবে?

রাত হল, রাখি পুষ্প, কাল কথা হবে?


খারাপ বলছো কেন?
নিজের নামকে ভালোবাসা দাও,
        আদর করো
সে তো তোমারই অংশ
ওকে বৃষ্টি থেকে বাঁচাও

পরিপাকতন্ত্রের শিক্ষা তুমি পাওনি এখনও? পুষ্প!


জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe