ও কিদওয়াই রোড, ও হাসপাতালরেখা
কবরের ফুলগুলো চিরকাল নেচেছে অধিক
ফুলগুলো যথেষ্ট রঙিন,
যথেষ্ট পরলোকগত
এই ফুলে পূজা হতে পারে,
ওই পুষ্প নঞর্থক নয়
শিশুর নকল খোঁপায় তাকে রাখা যায় কি না
সভ্য ভেবেছে?
একটি সাদা বক আরেকটি সাদা বক
আসবে তাই বসে আছে জলে
এ ঠিক বৈঠক বসা নয়
নয় এ ভালবাসা যেভাবে ভালবাসার জন্য
বসে থাকে বলে দাবি করে থাকে
বিকেল গড়ায় — গড়িয়ে গড়িয়ে
কালো পাথরে ধাক্কা লেগে ভেঙে যায়
একটি মেয়ে আসে ফুল যার অন্তিম জীবিকা
তার জরায়ু তার ব্যথা হয়ে
গভীর এক খামারে ফুটে আছে
বাঁশের তলোয়ার তার উপর
ক্ষমাবশত ঝরে পড়ে, ঝরে পড়ে
তার আর উপায় কোথাও নেই বলে
প্রেম শব্দটি এখানে আভিধানিক ধুলো
ঝেড়ে প্রাণীর উন্নয়নে শ্রীহীন এসেছে
চঞ্চলকুমারী যত বেরিয়েছে চঞ্চলকুমারের
দেশে যেখানে শোক নেই,
নেই শুভ বিবাহ ভবন
বালিকা বিদ্যালয় যায়নি তাই জানে
কবরে বালিশ থাকে না তাই
সাদা বক বসো দেড় মিনিট
ফুলের খাদ্য হয়ে কেউ তো আসবেই
জিয়া হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe