আমি এক শিরাফাটা নক্ষত্র : অংশুমানের গুচ্ছ কবিতা

 
কিছুতেই তেমন মনখারাপ হচ্ছে না 
কুয়াশায় কিছুদূর নেমে ঘোর 
কষ্টের থেকে ছিটকে আসি 
দেহ অনুভব শুধু জল ফ্লেশ তন্তু 

ডুবতে নাও কংক্রিট ভেঙে 
স্বপ্নের কসমস নিয়ে ডুবতে দাও 
কালো কোনো নদী তোমার কণ্ঠস্বর 
আমি এক শিরাফাটা নক্ষত্র 
নিস্তব্ধ চিৎকারে শরীর টানটান 
কিছুতেই শোকাস্তব্ধ হচ্ছি না 
পূর্ণগ্রাসের আগেই ঝলসে ওঠে 
অশ্লীল সিলভার লাইনিং

 
খুব অশরীরী রেখার রাক্ষস 
নেশায় ভাংচুর হয়ে আছে চোখের জানালা 
তোমাকে টুকরো ছাড়া দেখিনি কোনোদিন 
কোনদিকে যাব? যা কিছু ঘটে গেছে 
তাদের সুযোগ নেই আর 
অনবরত খেয়ে ফেলি ছায়ার ক্যাপসুল মায়ার 
দ্রাব্যতা 
যা কিছু চলে গেছে তা সরল নয় 
কিছুই হওয়া হয়নি 
না বৃক্ষ না অস্তাচল 
না অসৎ না অঘোর গোঙানির কংক্রিট

 
যৌনকল্পনা যৌনস্বপ্নের ভিতর ভিতর 
তুমি আছো ইলেকট্রিক পাখনার 
মাছের মতো 
তলপেটে সাঁতার দেয় বিঘ্নিত সিগন্যাল 
আর্দ্র মেঘের থেকে আমি 
দুধের বাসনা করি কবির আদব-কায়দায় 
না জানা ভাষার কথা ভাবি 
সময়ের উপর শ্যাওলা 
সরে না প্রেমের মত 
মরে না বঁড়শির আঘাত নিয়ে ঘাই মারে ঘুম 
সরোবরে 
শিশিরের শব্দে জেগে ওঠে শিশ্ন 
জন্মশোক কিছুটা হাল্কা হয় জান্তব ফুল ফোটে

 
ভোরের লোটাস 
ডুব দিয়ে ছিঁড়ে নেয় সহজাত পাপ 
পৌঁছতে চায় নখ তোমার ত্বক অবধি 
চার আঙুল দাস্তানের কোটরে 
পাখি ঝাপটায় 
এসব তোমায় দিলে কিছুটা নৃশংসতা কমতো 
কস্তূরী আকাশ থেকে ঠিকরে যেত লাল 
লেখা যেত কাঙ্ক্ষিত উপন্যাস 
ক্লীবের সাথে প্রণয় 
সংগঠিত নিরুচ্চার এক বৃষ্টি 
উল্কা উল্কা পারফিউম 
বিবর্ণ ব্যাভিচার 

ফেসবুকে অংশুমান  : https://www.facebook.com/ansumaniac

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe