কুতুহলে লক্ষ করি সব।
জগৎ ফুটিয়া আছে আনাচে কানাচে।
ফুল রচে মাটির দেবতা।
পতঙ্গ সম্মান বয়ে নিয়ে যায় পুষ্প-পল্লীতে।
বুঝিলাম, এ জীবন অন্যায্য নয়।
হারাবে হারাবে করে থেকে যায় প্রতিষ্ঠা যেখানে।
মরিতে মরিতে তারা পরিবার রচে।
গোরস্থানের পাশে শ্মশান, সমাধি তবু বিস্তীর্ণ
ক্ষেত্র জুড়ে পেকে ওঠে ধান্যজীবন।
স্নেহময়ী রাত্রির বুকে দিবসের সকরুণ
মুখ দুগ্ধ পান করে।
মরিবে মরিবে করে ঔষধ কেনে।
শ্রোতারাই যেখানে গায়ক
সেইখানে গান নয়, গায়কী প্রধান।
বিমান সচল হলে দেখব বিমান—সেবিকা সন্ধ্যার।
রচিতে রচিতে তারা নষ্ট করে ছবি।
তবু ছবি। থেকে যায়।
ময়লা আকাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe