…………………...............................................
পানার পুকুরে
এই সবই ঝুঁকে পড়েছে।
ঝুঁকে পড়েছে
কেননা বড়ো ভার।
ভার বইবার দেহখানি
পুষ্টি পায়নি তাই
রাষ্ট্র করে
দেয়, এখানে খাদ্য আছে আর আছে
কল্যাণকামী
ছায়াভর্তি জল।
এখানে মানুষের
দুইখানি পা, কৃষিকাজ করে বলে
এদেরকে কেউ
মেধাবী বলে গণ্য করে না,
এইখানে চোখগুলি
এত নুন ভরা, সামান্যতমতেই ঝরে পড়ে।
ইঁটের বাড়িগুলি
শ্রাদ্ধে বামুনের শ্রদ্ধার্ঘের গামছার মতো
আলো রাখলেই
বেরিয়ে পড়ে
সেই আলো চাঁদের
আলোর সাথে দেখা করতে চায়
তারা চায় স্থল
ও শূন্যের মধ্যে যে মালপত্র আছে তার
গায়ে গাভীর
দুধের মতো পুষ্টি রেখে যেতে
চিত্র : মনেঁ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Share. Comment. Subscribe