........................
কন্যা কি চলে যায় ভিজে
উঠে আসে তোমাদের
আমাদের
মাংসের দহলিজে?
বালক কি চলে যায় একা
উঠে পড়ে পল্লি ট্রেনে
দক্ষিণের
নদীর অদেখা—
কোনো গ্রামে?
দুজনের প্রতি দেখো
দেবতার
ইবলিশের
কথামালা নামে
'মিলে যাও,
ঢুকে যাও দেহে
তুমি ঠিক ছোট নও
আমি ঠিক বড় নই
শংসাপত্রী
দৈবশাস্ত্র চেয়ে'
ফলবতী নিম ছিল দূরে
ডুবে গেছে পৃষ্ঠা যার
সুমিষ্ট ভক্তি আর
ষান্মাসিক নিহত রোদ্দুরে
সান্ধ্যকালে সূর্য ধরে গান
নামকরণ ভুল নয়?
গোত্রে তারা একপ্রকার?
সুচিন্তিত মেলে ধরে
লোক-অভিধান
অতঃপর বৈধ পেঁচা বলে
মিলে গেলে কেমন কৌশলে
এই দেশে?
জিয়া হক
চিত্র : ভ্যান গখ
খুব ভাল লাগল।
উত্তরমুছুনপ্রেরণা পেলাম স্যার
মুছুনপ্রণাম জানবেন