শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনে


লোকচক্ষু
............
শুবি আয় ফুলমণি, শুবি আয়
এ খাটের তলা
খানাখন্দ, ভ্রান্তি তবু
এখানেই তোর শিল্পকলা
দেখা হবে অমাবস্যা দেখে
আমি যদি লিপি হই
তুই তোর বর্ণমালা রেখে
এসে দেখ
টুনি বাল্ব চাঁদ লাগে কিনা
তুই যদি দিকভ্রষ্ট
          আমি হব বায়ুর দখিনা
লোক আসে? 
কতগুলো লোক?
তারা তো কর্পূর আর
ঘৃণার ঘোষক

জিয়া হক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe