আজ একটা অভিজ্ঞতা . নতুন ব্লগ।

সকাল।  ভাবছি লিখে রাখি কিছু। কিন্তু কী লিখি ? এগুলো আবার গোপন ও থাকেনা ,  সকলের দেখবার জানবার পড়বার সুবিধা রয়েছে। যদিও এটা আমার অসুবিধা বটে। যা ভাবি তা ই প্রকাশ্য , চিন্তিত লাগে।
আপতত  এই গুস্তাভ সান্তোলাল্লার মিউজিকের মত দিনটিকে স্বাগত জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Share. Comment. Subscribe